বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস ছেড়ে অনেকেই বিজেপিতে যোগদান করছেন। এই আবহে রাজ্যের সমবায় মন্ত্রী এবং হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায় শুক্রবার হাওড়ায় দলের ২৪তম প্রতিষ্ঠা দিবসে বলেন, যে কেউ দল থেকে চলে যেতে পারে। কাউকে তেল মারার কোন দরকার নেই। তৃণমূল দল প্রশান্ত মহাসাগরের মতো। দু-এক ঘটি, বালতি জল তুলে নিলে সাগরের কিছু এসে যায় না। তেমনি দু একজন হেলাফেলা নেতা দল ছেড়ে গেলে কিছু যায় আসে না। দলের পুরোনো কর্মীরা থাকলেই আমরা একাই একশো। তিনি আরো বলেন দলীয় কর্মী হিসাবে তারা মানুষের পাশে থাকতে চান। দল সন্তানের মতো। দল যতদিন চাইবে ততদিন তিনি দলে থাকবেন। দলে তার প্রয়োজন ফুরিয়ে গেলে সরে দাঁড়াবেন দল থেকে। তবে অন্য কোনও দলে যোগদান করবেন না । মানুষের পাশে সারাজীবন থাকবেন। মানুষের সেবা করবেন। আজ দলের ২৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তৃণমূল সদর কার্যালয় এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
অরূপ রায় বলেন, যে কেউ দল থেকে চলে যেতে পারে
শুক্রবার,০১/০১/২০২১
730