হাওড়ায় রিলায়েন্স মল অবরোধ বিক্ষোভ কর্মসূচি বামেদের


শুক্রবার,০১/০১/২০২১
494

শুক্রবার পয়লা জানুয়ারির সকালে রিলায়েন্স মল অবরোধ কর্মসূচি নেয় সিটু, ডিওয়াইএফআই সহ বিভিন্ন বাম সংগঠন।মোদি সরকারের শ্রেণীশোষণ এবং শ্রেণীশাসনের বিরুদ্ধে বামপন্থী গনসংগঠনগুলি এদিন হাওড়াতেও রিলায়েন্স মল অবরোধ কর্মসূচি নেয়। কদমতলা ১০০ ফুট রাস্তায় রিলায়েন্স ফ্রেস মল এর সামনে সকাল থেকে শুরু হয় অবস্থান বিক্ষোভ কর্মসূচি। বাম সংগঠনগুলির কর্মী সমর্থকেরা মলের গেটের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায়। তাঁরা শ্লোগান দেন। কর্মসূচি চলে বেলা ১১টা পর্যন্ত। কৃষক স্বার্থবিরোধী কর্পোরেট স্বার্থবাহী কৃষি আইন বাতিলের দাবিতে এদিনের এই কর্মসূচি নেওয়া হয়। “কেন্দ্রীয় সরকার – কর্পোরেট ও আম্বানি – আদানির আঁতাত নিপাত যাক” এই দাবীতে শ্লোগান দেন বাম নেতৃবৃন্দ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট