মানসিক অবসাদের জের, সাত সকালেই তৃণমূল কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার শালবনীতে


মঙ্গলবার,০৫/০১/২০২১
1275

পশ্চিম মেদিনীপুর:– মানসিক অবসাদের জের, সাত সকালেই এক তৃণমূল কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়৷ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর মন্ডলকুপির কলতলা এলাকায়। মৃত ওই তৃণমূল কর্মীর নাম মলয় সিংহ (৬০)। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গিয়েছে এদিন সকালে নিজের বাড়ির অদূরেই এক বাঁশ গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। তারাই পুলিশে খবর দিলে শালবনী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

স্থানীয়রা জানান ৯৮ সাল থেকে তৃণমূল কংগ্রেস করে আসা কর্মী ছিলেন। এমন কি পঞ্চায়েত সদস্যও ছিলেন তিনি। তবে দীর্ঘদিন ধরেই মলয় বাবু মানসিক অবসাদের ভুগছিলেন। তার জন্য নিয়মিত ঔষধ খেতেন৷ স্থানীয়রা আরো জানিয়েছেন মলয় বাবুর এক ভাই শেখর সিংহ বদ্ধ পাগল এমন কি তার বাবাও উন্মাদ ছিলেন। সেই অবসাদের কারনেই হয়তো বা এই আত্মহত্যা। তবে বাড়িতে কোনোরকমের অশান্তি ছিল না। এই মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে শালবনী থানার পুলিশ। অন্যদিকে এই ঘটনার পর মৃত ওই তৃণমূল কর্মীর বাড়িতে যান শালবনীর বিধায়ক শ্রীকান্ত মাহাতো। তিনি মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা বলেন এবং আগামী দিনে ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট