তৎপর পুলিশ। কয়েক ঘন্টার মধ্যেই রাস্তায় খোয়া যাওয়া টাকার ব্যাগ ফিরে পেলেন বালির গৃহবধূ।


রবিবার,১০/০১/২০২১
779

রাস্তায় পড়ে গিয়েছিল টাকা ভর্তি ব্যাগ। যার মধ্যে ছিল মেয়ের ডেলিভারির চিকিৎসার জন্য সঞ্চয় করে রাখা ৩৪ হাজার টাকা। খবর পেয়েই তৎপর হয় হাওড়ার বালি থানার পুলিশ। সিসিটিভি দেখে কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার হয় সেই ব্যাগ। টাকা ফেরত পেয়ে আপ্লুত বালির বাসিন্দা গৃহবধূ শীলা মন্ডল। বালি থানার তৎপরতায় উদ্ধার হয়েছে তাঁর খোয়া যাওয়া ৩৪ হাজার টাকা। বালির গোস্বামীপাড়ার বাসিন্দা শীলাদেবী তাঁর মেয়ের চিকিৎসার জন্য জমিয়েছিলেন ওই টাকা। শনিবার টাকা সমেত ব্যাগটি বালির জিটি রোডে টোটো ভাড়া দিতে গিয়ে রাস্তায় পড়ে যায়। বালি থানায় ঘটনাটি জানালে বালি থানার পুলিশ তৎপরতার সঙ্গে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে খোয়া যাওয়া টাকার ব্যাগটি উদ্ধার করে। বালির এক রিকসাচালক ব্যাগটি রাস্তা থেকে পেয়ে বাড়ি নিয়ে চলে যান। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কয়েক ঘন্টার মধ্যে ওই ব্যাগ উদ্ধার করে। শীলাদেবীকে থানায় ডেকে তাঁর হাতে তুলে দেওয়া হয় হারিয়ে যাওয়া টাকার ব্যাগ। বালি থানার আইসি সঞ্জয় কুণ্ডু ব্যাগটি গৃহবধূ শীলা মন্ডলের হাতে তুলে দেন।

তৎপর পুলিশ। কয়েক ঘন্টার মধ্যেই রাস্তায় খোয়া যাওয়া টাকার ব্যাগ ফিরে পেলেন বালির গৃহবধূ।
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট