আসুন জেনে নেওয়া মকর সংক্রান্তির দিন যাক কি কি করা উচিত নয় !


সোমবার,১১/০১/২০২১
542

অন্বেষা দত্ত লাহিড়ী : মকর সংক্রান্তি বাঙালির একটি অতি প্রিয় পার্বন।তাই বিশেষ দিনটি নানা রকম অনুষ্ঠান ও আনন্দের মধ্যে দিয়ে পালিত হয়।এই দিনটিকে কিছু বিশেষ নিয়মকানুনের মধ্যে দিয়ে পালন করা হয় প্রাচীনকাল থেকেই।

১। ঘর বাড়ি বিশেষ করে রন্ধন সামগ্রী ও রান্না ঘর অপরিষ্কার রাখা উচিত নয়

মকর সংক্রান্তির দিন সাধারণত সূর্যদেবের পুজো করা হয়।তার আশীর্বাদে আমাদের সকল রকম রোগ ব্যাধি দূর হয়।তাই এই বিশেষ দিনটিতে সকলেই নিজের ঘর বাড়ি বিশেষ করে রান্নাঘর ও রন্ধন দ্রব্যাদি পরিষ্কার করে,যাতে সমস্ত রকম অপরিশুদ্ধতা দূর হয়।ওই একটি দিন আসলে নিজের ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার করে সুস্থতা বজায় রাখার জন্যই এই নিয়মটি পালন করা হয় বলে মনে করা হয়।

২। মকর সংক্রান্তির দিন যাত্রা করা উচিত নয়

মকর সংক্রান্তির দিন দূর যাত্রা করা শুভ নয় বলে মনে করা হয়।কোথাও গেলেও কিন্তু নিজের বাড়িতে ফিরে আসা উচিত বলে মনে করা হয়।কথিত আছে প্রাচীনকালে এক মুনি নিজের বাড়ি থেকে ওই দিন যাত্রা শুরু করেন এবং তিনি আর কোনো দিন ফিরে আসেননি।তার পর থেকেই এই যাত্রা না করার প্রচলন।এটি প্রাচীন কথকথা যা লোকমুখে প্রচলিত।আমার মতে আসলে এই দিনটিতে যাতে সকলে মিলে একসাথে আনন্দ করা যায় সেই কারণেই এই নিয়মটি পালন করা হয়।

৩. কাউকে খালি হাতে ফেরানো উচিত নয়

মকর সংক্রান্তি আনন্দ ও উৎসবের সাথে পালন করা হয়।তাই ওই দিন কোনো গরীব,দুঃখী বা ভিক্ষার্থী আসলে তাকে খালি হাতে ফেরাতে নেই।বিশেষ করে তাকে না খাইয়ে ফেরানো উচিত নয় বলে মনে করা হয়।এর ফলে গৃহে অন্নের অভাব হয় না এবং সুখ শান্তি বজায় থাকে বলে মনে করা হয়।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট