মকর (পৌষ) সংক্রান্তি ও বৈচিত্রের মধ্যে ঐক্য


সোমবার,১১/০১/২০২১
1121

দুলাল মন্ডল : বাঙালীদের কাছে এটি পৌষ সংক্রান্তি নামে খুবই জনপ্রিয়। সারা দেশে নানা নামে মকর সংক্রান্তি উপলক্ষে উৎসব বা মেলা হয়। তার মধ্যে কখনো কুম্ভমেলা ও পতি বছর গঙ্গাসাগর মেলা প্রসিদ্ধ । এছাড়া তামিলনাড়ুতে পোঙ্গল উৎসব। অসমে বিহু উৎসব। গুজরাটে উত্তরায়ন উৎসব। পাঞ্জাব, হরিয়ানা, হিমাচলও জম্মুতে লোহ্রি উৎসব ।কনাঁটকে মকর সংকমন উৎসব। উত্তর ভারতে মকর সংক্রান্তি উৎসব নামে জনপ্রিয়। কোথাও উৎসবে খিচুড়ি হয়। কোথাও পিঠেপুলি। কোথাও দুধ ও চালের মিস্টি এবং সুজি হালুয়া ।

এছাড়া বিভিন্ন রকমের জনপ্রিয় খাবারের প্রচলন উৎসব উপলক্ষে দেখা যায়। উৎসব উপলক্ষে কোথা ও ঘুড়ি ওড়ানো জনপ্রিয়। কোথা ও গোরুর গাড়ীর দৌড়। এছাড়া ষাড়ের দৌড় (বিতকঁ থাকলেও) জাল্লিকাট্টু খুবই জনপ্রিয়। বাংলাতে অশুভ পৌষকে বিদায় জানানো হয়। বাউল গান, টুসু গান ও লোকনিত্য, পিঠেপুলি, পায়রা ওড়ানো, খেজুরের গুড়, গঙ্গা স্নান আরো বিভিন্ন রকমের বৈচিত্র রকমের পাবঁন দেখা যায়। এ এক অনন্যসাধারণ মিলন উৎসব ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট