মুক্তির স্বাদ কচিকাঁচাদের


শনিবার,১৬/০১/২০২১
334

করোনা আবহে কচিকাঁচারা হারিয়েছে স্বাভাবিক জীবনযাত্রা। হাজার বিধিনিষেধের জালে বন্দী থাকতে হচ্ছে তাদের। বন্ধ স্কুল, টিউশন। জো নেই বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করার। পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়াও হয়নি বহুদিন। এমন দুঃসহ সময়ে কচিকাঁচাদের মুখে একটু হাসি ফোটাতে আয়োজন করা হয় বসে আঁকো প্রতিযোগিতার। কালীঘাট মন্দিরের খুব কাছেই অনেকদিন পর যেন মুক্তির স্বাদ পেল ওরা। সৌজন্যে একটি সামাজিক সংগঠন আশ্রিতা ও কলরব। এমন কঠিন সময়ে শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে খুশি আয়োজকরা।

কচিকাঁচাদের মুখে একটু হাসি ফোটাতে আয়োজন করা হয় বসে আঁকো প্রতিযোগিতা

অন্যতম উদ্যোক্তা ঋত্বিক চ্যাটার্জী বলেন, দীর্ঘদিন বাড়ির বাইরে বেরোতে না পেরে শিশুদের মনের অবস্থা ভাল নেই। তাদের অভিভাবকদের বুঝিয়ে ও অনুমতি নিয়ে এই কর্মসূচি নেওয়া হয়। তিন দিন ধরে নানান সামাজিক কার্যক্রম রাখা হয়েছে আশ্রিতা ও কলরবের পক্ষ থেকে। শনিবার প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানে যোগ দেন বিশিষ্ট সমাজসেবী সুপ্রিয় বিশ্বাস, সাংবাদিক সুব্রত দত্ত সহ বিশিষ্টজনেরা। সুপ্রিয়বাবু বলেন, যে কোন সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষের পাশে থাকতে ভাল লাগে। উদ্যোক্তারা যেভাবে দুঃস্থ-দরিদ্র মানুষের কথা ভেবে এগিয়ে এসেছে তা প্রশংসনীয়।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট