৮ দফা দাবিতে ঝাড়গ্রামের বিদ্যুৎ দপ্তরের অফিসের সামনে কর্মবিরতি পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ ঠিকাকর্মী ও ঐক্য মঞ্চের


মঙ্গলবার,০২/০২/২০২১
842

কার্ত্তিক গুহ, ঝাড়গ্রাম:- ফেব্রুয়ারি ২ ও ৩ তারিখ পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ চুক্তি ভিত্তিক ও ঠিকা কর্মী ঐক্য মঞ্চের ডাকে রাজ্য জুড়ে যে কর্মবিরতি পালনের ডাক দেওয়া হয়েছিল সেই ডাকে সাড়া দিয়ে ঝাড়গ্রাম জেলা শহরের ঝাড়গ্রাম জেলা বিদ্যুৎ দপ্তরের সামনে ৮ দফা নিয়ে মঙ্গলবার সকালে থেকে অবস্থান বিক্ষোভে বসেন কর্মী রা।তাদের দাবি গুলি ছিল শ্রম চুক্তি আইন অনুযায়ী নূন্যতম ২১,৬০০টাকা বেতন প্রদান, বিদ্যুৎ শ্রমিক হিসাবে ভূষিত করে নির্দিষ্ট বেতন পরিকাঠামো গঠন, মহার্ঘ ভাতা ছাড়া ও অন্যান্য ভাতা প্রদান, যোগ্যতা ও দক্ষতা র ভিত্তিত্বে স্থায়িকারণ, সকল ঠিকাকর্মী দের ব্যাংক একাউন্টে সঠিক সময়ে বেতন প্রদান,৬০বছর পর্যন্ত কাজের নিশ্চিয়তা প্রদান। শুধু ঝাড়গ্রাম জেলা শহরে নয়, গোপীবল্লভপুর সব স্টেশন, এবং বেলপাহাড়ি সব স্টেশনে ও প্রথম দিন কর্মী রা কর্মবিরতি পালন করেন । এবং দ্বিতীয় দিনেও পালন করবেন বলে জানান ।

কর্মবিরতি পালনকারীকালিপদ গোস্বামী নামে এক ঠিকাকর্মী বলেন” আমরা আজ ও আগামীকাল নানা দাবি নিয়ে কর্মবিরতি পালন করছি, আমাদের দাবি পূরণ না হলে আগামী দিনে রাজ্য নেতৃত্ব র নির্দেশে বৃহত্তর আন্দোলনে যাবো “

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট