‘কাজ চাই, কাজ দাও’ দাবি তুলে হাওড়ার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল DYFI.


বুধবার,০৩/০২/২০২১
2941

‘কাজ চাই, কাজ দাও’ এই দাবি তুলে হাওড়ার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল DYFI কর্মীরা। বুধবার দুপুরে ওই কর্মসূচি নেয় বাম যুব সংগঠন DYFI. পরে সংগঠনের তরফে এক প্রতিনিধি দল হাওড়ার সাব রিজিওনাল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের জয়েন্ট ডিরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট এর কাছে ডেপুটেশন জমা দেন। পুনরায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু করার দাবি নিয়ে এদিন দুপুরে হাওড়ায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অভিযান করে DYFI. কাজ চাই, কাজ দাও এই দাবি নিয়ে শুরু হয় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অভিযান কর্মসূচি। DYFI হাওড়া জেলা কমিটির ডাকে ওই কর্মসূচির ডাক দেওয়া হয়।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News
https://twitter.com/rajualam/status/1356953741904072707
‘কাজ চাই, কাজ দাও’ দাবি তুলে হাওড়ার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল DYFI.

DYFI এর দাবি, বেকার যুবক যুবতীদের এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের ভাঁওতা না দিয়ে পুনরায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু করতে হবে। এদিন DYFI কর্মীরা প্রথমে মিছিল করে হাওড়ার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের সামনে আসেন। এরপর তারা ওই অফিসের গেটে তালা লাগিয়ে দেন। এরপর DYFI কর্মীরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান। পরে এক প্রতিনিধি দল ডেপুটেশন দেন।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট