লালগড়ে পরিবর্তন যাত্রায় নাড্ডার হুঙ্কার


মঙ্গলবার,০৯/০২/২০২১
1082

ঝাড়গ্রাম:- বিজেপি–র ‘‌পরিবর্তন যাত্রা’‌র সূচনা করতে ঝাড়গ্রামের লালগড়ে এসেছিলেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা।ঝাড়গ্রামের লালগড়ে ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচি শুরু করার আগে তৃণমূল সুপ্রিমোর উদ্দেশে কটাক্ষকরেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ।আনলক পর্বে রাম মন্দির ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনের কথা উল্লেখ করে নাড্ডা বলেন, “ওই দিন এখানে কার্ফু জারি করলেও পাঁচ দিন আগে মহরম উপলক্ষে ছাড় দেওয়া হয়েছিল।” বাংলায় দুর্গা পুজো হোক বা স্বরস্বতী পুজো, কোনওটাই পালন করার অনুমতি রাজ্যে নেই বলেই এ দিনের মঞ্চ থেকে দাবি করেছেন নাড্ডা। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের রাজনীতির উদাহরণ বলে অভিযোগ বিজেপি সভাপতির।এদিন নাড্ডার নিশানাতে ছিলেন ‘ভাইপো’-ও। সভায় বক্তব্য রাখার সময় শুভেন্দু অধিকারীর দিকে আঙুল করে নাড্ডা বলেন, “ওঁনার পূজনীয় বাবার ক্ষেত্রে ভাইপো নিন্দনীয় ভাষা ব্যবহার করেছে। উনি বলেন বাংলার সংস্কৃতি রক্ষা হচ্ছে না। আরে বাংলার সংস্কৃতি তো আপনার ভাইপোই ডুবিয়ে দিচ্ছে। কার সঙ্গে কীভাবে কথা বলা উচিত সেই শিষ্টাচারের অভাব রয়েছে ওর।” এরপর নাড্ডার হুঙ্কার দিদি, “আপনার সংস্কৃতি বিদায় নেবে। বাংলায় পদ্মফুল ফুটবে।”

Affiliate Link কলকাতার খবর | Kolkata News
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট