বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় নাকা চেকিং চালায় প্রশাসনের বিশেষ আধিকারিকের একটি দল প্রতিটি এলাকায় নাকা চেকিং চলছে।ঝাড়গ্রামের চারটি বিধানসভা এলাকায় চলছে নাকা চেকিং।আগামী ২৭ শে মার্চ নির্বাচন তাই যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।এবং মাওবাদীরা যাতে নাশকতার ঘটনা না ঘটাতে পারে তার জন্য সতর্ক রয়েছে প্রশাসন।তাই রাস্তায় চারচাকা,বাইক সহ বিভিন্ন যানবাহনকে দাঁড়করিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশকর্মীরা।
Auto Amazon Links: No products found.