বুধবার ঝাড়গ্রাম গ্রামীণ ব্লকের ফাসিতলা এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মী স্বপন পইড়ার উপর বিজেপি হামলা চালায় বলে অভিযোগ।আহত স্বপন পইড়াকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিস্ট হাসপাতলে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার স্বপন পইড়া কে দেখতে আসেন তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর উজ্জ্বল দত্ত।তিনি তারপর সাংবাদিকদের বলেন নির্বাচন কমিশনের হাতে সবকিছু চলে যাবার পর যখন কেন্দ্র বাহিনী রুটমার্চ করছে,তখন বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে বিজেপির দুষ্কৃতীরা। তারাই এখন সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর হামলা চালাচ্ছে, তৃণমূল কংগ্রেস চুপ করে বসে থাকবে না।তাই তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান না হলে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে আগামী দিনে আন্দোলন করবে।