অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য গোপীবল্লবপুর এলাকার কয়েকটি গ্রামে রুটমার্চ করলো কেন্দ্রবাহিনী


বৃহস্পতিবার,০৪/০৩/২০২১
12578

বৃহস্পতিবার সকাল থেকে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম বিধানসভার অন্তর্গত গোপীবল্লভপুর থানার ছাতনাশোল টিকায়েতপুর সহ বেশ কয়েকটি এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে ঝাড়গ্রামের পুলিশ সুপার ইন্দিরা মুখার্জি রুটমার্চ করেন।সেইসঙ্গে পথচলতি মানুষের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সাথে তারা কথা বলেন।এবং মানুষজনকে অভয় দেন আপনারা ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিবেন কোনো ভয় করবেন না। যদি কোনো অসুবিধা হয় তাহলে প্রশাসনকে বিষয়টি জানাবেন। পুলিশ সুপার ইন্দিরা মুখার্জি বলেন যেহেতু ঝাড়গ্রাম জেলার সীমান্তবর্তী জেলা একদিকে উড়িষ্যা অন্যদিকে ঝাড়খন্ড রাজ্য রয়েছে তাই নিরাপত্তার জন্য সীমান্তবর্তী এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে নাকা চেকিং চলছে।এখনো পর্যন্ত কোন টাকা বা অস্ত্র উদ্ধার হয়নি।আগে ও শান্তিপূর্ণভাবে এলাকায় ভোট হয়েছে এবং এই বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা আসনে শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট