ঝাড়গ্রাম:- অপেক্ষার আজ অবসান হল। বাংলার মানুষের ভোটের তারিখ ঘোষণা হবার পর চাতকের মত ঘাষফুল শিবিরের প্রার্থী তালিকা ঘোষণার দিকে তাকিয়ে ছিল সাধারণ মানুষ। আজ তাদের এই প্রতিক্ষার অবসান হল, আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, শুক্রবার তিনি একসঙ্গে ২৯১টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
220 – নয়াগ্রাম (এস.টি) (দুলাল মুর্মু)
221 – গোপীবল্লভপুর (খগেন্দ্রনাথ মাহাত)
222 – ঝাড়গ্রাম (বীরবাহা হাঁসদা)
237 – বিনপুর (এস.টি) (দেবনাথ হাঁসদা)




Auto Amazon Links: No products found.