ডেপুটেশন দিলাম ৩ টি গুরুত্বপূর্ণ বিষয়ে। উপযুক্ত ব্যাবস্থা নেওয়ার দাবি করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল মার্জিনে জিতবেন। কোন সন্দেহের অবকাশ নেই। বিরোধী দল জেতার ধারেকাছে আসবে না। ইভিএম বারবার খারাপ হওয়া, কেন্দ্রীয় বাহিনী সঠিক ভূমিকা পালন না করা এই বিষয়গুলি জানিয়েছি। ইভিএম খারাপ হয়ে যাচ্ছে। গনতান্ত্রিক অধিকার মানুষ যাতে প্রয়োগ করতে পারে সে বিষয়ে যথাযথ ভূমিকা পালন করার দাবি জানিয়েছি। প্রথম দু’দফায় অনেক জায়গায় মানুষ ভোট দিতে না পেরে বাড়ি ফিরে গিয়েছেন। কমিশনকে মানুষের ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। ৩০০ নির্দিষ্ট অভিযোগ জানিয়েছি। স্বরাষ্টমন্ত্রীর নির্দেষে কেন্দ্রীয় বাহিনী চলছে। যা করা যায় না। কমিশনকে জানানো সত্বেও কোন ব্যাবস্থা নেওয়া হয়নি। প্রথম দুই পর্যায়ে যে অভিযোগ জানিয়েছি কমিশন যেন সঠিক ব্যাবস্থা নেয়।
“মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল মার্জিনে জিতবেন” – সুব্রত মুখোপাধ্যায়
রবিবার,০৪/০৪/২০২১
593

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: