‘এক মঞ্চ এক জীবন’ থিয়েটারে প্রণামের প্রবীণরা


বৃহস্পতিবার,২২/০৪/২০২১
780

২২ এপ্রিল ২০২১, কলকাতাঃ কলকাতার নাট্য মঞ্চায়নের পীঠস্থান অ্যাকাডেমী অফ ফাইন আর্টস-এ মঞ্চস্থ করা হল কলকাতার অন্যতম প্রথম সারির থিয়েটার গোষ্ঠী ‘পূর্ব পশ্চিম’ এর বহুল প্রশংশিত উপস্থাপনা ‘এক মঞ্চ এক জীবন’। উপস্থিত ছিলেন সাংসদ তথা ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) এর প্রেসিডেন্ট ডঃ বিনয় প্রভাকর সহস্রবুদ্ধে। ‘এক মঞ্চ এক জীবন’ বাংলা থিয়েটারের জনক গিরীশ চন্দ্র ঘোষের জীবনকাহিনীর নাট্যরূপান্তর।

কলকাতা পুলিশ ও কলকাতার স্বেচ্ছাসেবী সংস্থা ‘প্রণামের’ প্রবীণ সদস্যরা থিয়েটারটি দেখতে আসেন। অনুষ্ঠানের শেষে ‘পূর্ব পশিমের’ পক্ষ থেকে অভিবাদন ও সম্বর্ধনা জানান হয় ডঃ সহস্রবুদ্ধেকে।

শ্রী সৌমিত্র মিত্র তাঁকে দর্শকের সঙ্গে পরিচয় করিয়ে দেন। ডঃ সহস্রবুদ্ধে তাঁর সংক্ষিপ্ত ভাষণে কৃষ্টি ও সংস্কৃতির ক্ষেত্রে বাংলার অবিস্মরণীয় অবদানের কথা বলেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অবিস্মরণীয় অবদানের কথা।
পরিসমাপ্তিতে ডঃ সহস্রবুদ্ধে থিয়েটারের কলাকুশলীদের সাধুবাদ জানান ও এমন একটি মনোরম অনুষ্ঠানে সামিল হতে পেরে তিনি আন্তরিক ধন্যবাদ জানান উদ্যোক্তাদের।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট