জলমগ্ন শহর, কঠোর পুরসভা


বৃহস্পতিবার,১৩/০৫/২০২১
1172

গত মঙ্গলবার টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছিল মহানগরী কলকাতা। জল সরতে লেগে গিয়েছিল বহু সময়। চরম দুর্ভোগের শিকার হন শহরবাসী। জল সরতে কেন এত সময় লাগল তা তদন্ত করে দেখছে কলকাতা পুরসভা। উঠে এসেছে ড্রেনেজ বিভাগে ম্যানহোল – এর দ্বায়িত্বে থাকা ১৬০ জন কর্মীর নিস্কৃয়তার অভিযোগ। ওই দিন তারা কোথায় ছিলেন উঠছে প্রশ্ন। ড্রেনেজ বিভাগের দ্বায়িত্বপ্রাপ্ত কলকাতা পুরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য তারক সিং জানান, দীর্ঘ সময় জল জমে থাকার ঘটনায় বিভাগীয় ডিজি শান্তনু ঘোষকে জবাবদিহি করতে বলা হয়েছে। যথাযথ জবাব না পেলে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। তারকবাবু বলেন, ড্রেনের ডিজিকে ডেকেছিলাম। ১৬০ জন কর্মী আছেন যারা ম্যানহোল খুলে ড্রেনের ময়লা তোলার কাজে নিযুক্ত ছিলেন। এখন মেশিন দিয়ে কাজ হয়। তারা ম্যানহোলের দেখভালের দ্বায়িত্বে থাকেন। ওই দিন তাদের ভূমিকা কি ছিল, প্রশ্ন তারক সিংয়ের।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News

এই ১৬০ জন কর্মী পার্মানেন্ট স্টাফ। অভিযোগ, বাড়িতে থেকেও এদের অনেকের অ্যাটেন্ডেন্স উঠে যায়। কী করে তা হচ্ছে খতিয়ে দেখা হচ্ছে। তারক সিং বলেন, সিজ করেছি অ্যাটেন্ডন্স খাতা। গালিপিট জ্যাম থাকার কারনেই জল নামেনি। ম্যানহোল খোলাও হয়নি। তারক সিং এদিন আরও জানান শহরে ডিজিটাল ড্রেনেজ সিস্টেম বাড়ানোর কাজ চলছে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট