Yaas Update: অতিপ্রবল ঘূর্ণীঝড়ের আকার নিতে চলেছে “ইয়াস”


মঙ্গলবার,২৫/০৫/২০২১
892

ঘূর্ণীঝড় ইয়াস প্রবল সামুদ্রিক ঘূর্ণীঝড়ে পরিণত হয়েছে। ক্রমশঃ উত্তর-উত্তর পশ্চিমে এগিয়ে আজ সকালের মধ্যে সেটি অতিপ্রবল ঘূর্ণীঝড়ের আকার নিতে চলেছে। আবহাওয়া দপ্তর সর্বশেষ বুলেটিনে জানিয়েছে, রাত সাড়ে ১১টা নাগাদ এটি দীঘা থেকে ৪৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। আরো শক্তি সঞ্চয় করে আগামীকাল, বুধবার দুপুরের মধ্যে ইয়াস, পারাদীপ ও সাগরদ্বীপের মাঝামাঝি বালাসোরের ওপর দিয়ে অতিক্রম করবে। স্থলভাগে প্রবেশের সময় হাওয়ার গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ ১৮৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। ইয়াসের প্রভাবে দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায় আজ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকায় ঘন্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। সমুদ্র উত্তাল থাকবে। পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ উপকূলে সতর্কতা জারি করা হয়েছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট