পাহাড় থেকে নেমে আসা জলের তোড়ে ভেঙে যাওয়ায় বিপত্তির সৃষ্টি


মঙ্গলবার,০১/০৬/২০২১
575

ঝাড়খণ্ড ও বিহারের সঙ্গে সংযােগকারী মুর্শিদাবাদের ফারাক্কার নিশিন্দ্রা কাটানের রাস্তা ঝাড়খন্ডের পাহাড় থেকে নেমে আসা জলের তোড়ে ভেঙে যাওয়ায় বিপত্তির সৃষ্টি হয়েছে। ৩৪ নং জাতীয় সড়ক ও ৮০ নং জাতীয় সড়কের সাথে সংযোগকারী এই রাস্তাটি ফারাক্কা বাঁধ প্রকল্পের নিয়ন্ত্রণাধীন। ঘুর্ণীঝড় ইয়াস-এর প্রভাবে ঐ রাস্তা সংলগ্ন নীচু জমিতে আগেই জল জমে প্লাবনের সৃষ্টি হয়েছিলো। দিন তিনেক ধরে ঝাড়খন্ডের পাহাড়ি এলাকা থেকে নাগাড়ে জল নেমে আংশিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। গতকালই জলের তোড়ে ভেঙে যায় বাঁধের কাজ করা উঁচু রাস্তাটি। রাস্তা ভেঙে যাওয়ার পর থেকে শতাধিক পন্যবাহী লরি আটকে পড়েছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট