পশ্চিম মেদিনীপুরের ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে আজ থেকে চালু হলো কোভিড হাসপাতাল।এই হাসপাতালের একতলার কিছুটা অংশ, দোতলা এবং তিনতলা জুড়ে থাকছে কোভিড_ওয়ার্ড।জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় প্রশাসনিক সিদ্ধান্তে আজ থেকে ১৩৫ শয্যার পূর্ণাঙ্গ কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হয়েছে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের একাংশকে।তবে আপাতত ১০০টি শয্যা নিয়ে প্রস্তুত করা হয়েছে। রাজ্যের মন্ত্রী হুমায়ুন কবীর, সাংসদ দীপক অধিকারী, জেলাশাসক ডাক্তার রশ্মি কমলের উপস্থিতে আজ বিকেলে এই কোভিড ওয়ার্ড চালু হয়।
Auto Amazon Links: No products found.