পুরানো ছন্দে ফিরছে কলেজ স্ট্রিট বইপাড়া


মঙ্গলবার,০১/০৬/২০২১
1033

পুরানো ছন্দে ফিরছে কলেজ স্ট্রিট বইপাড়া। 15 দিন লকডাউন থাকার পর আজ পয়লা জুন থেকে বই পাড়া । ফের অল্প অল্প করে খুলছে বইয়ের দোকান। রাজ্য সরকার ঘোষণা করেছে পহেলা জুন থেকে আংশিক সময়ের জন্য খোলা থাকবে কলেজ স্ট্রিটে বইয়ের দোকান। দুপুর 12 টা থেকে বেলা তিনটে পর্যন্ত খোলা থাকবে বইয়ের দোকান গুলি। সেই মতই সকাল থেকে কলেজ স্ট্রিটের বেশ কয়েকটি দোকান খুলেছে। বেশ কয়েকটি দোকান খুললেও সেইমতো দেখা মেলেনি ক্রেতাদের। বই বিক্রেতারা জানিয়েছেন রাস্তায় পর্যাপ্ত পরিমাণে বাস ও অন্যান্য পরিবহন না থাকায় বইয়ের ক্রেতারা আসতে পারছেন না দোকানে। পাইপ দোকান খুলে ও খুব বেশি লাভ হচ্ছে না। বই বিক্রেতারা জানিয়েছেন রাস্তায় যানবাহন না থাকায় বাড়ি থেকে দোকান খুলতে আসতেও সমস্যা হচ্ছে। তবে 15 দিন বইয়ের দোকান বন্ধ থাকার পর ফের দোকান খুলতে পেরে আশাবাদী বইয়ের ব্যবসায়ীরা। আগামী দিনে ব্যবসা আরো ভালো হবে বলেও মনে করছেন তারা। বইয়ের দোকান ব্যবসায়ীরা জানিয়েছেন এখনো অনেকেই জানেন না বইয়ের দোকান আংশিক সময়ের জন্য খোলা হচ্ছে। পরে ক্রমশ ব্যবসা-বাণিজ্য ভাল হবে বলে আশা বই ব্যবসায়ীদের।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট