ভ্যাকশিন নিয়ে দিশাহীন পথে এগোচ্ছে কেন্দ্র ?


সোমবার,০৭/০৬/২০২১
567

করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন গোটা দেশবাসী দিশেহারা সেই সময় ভ্যাকশিন নিয়ে দিশাহীন পথে এগোচ্ছে কেন্দ্র। কোনরকম ন্যাশনাল ভ্যাকসিন পলিসি তৈরি না হওয়ায় বাহুবলিরাজ চলছে। কেন্দ্রের মোদি সরকারকে এই ভাষাতেই আক্রমণ করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রশাসনিক বোর্ডের প্রধান ফিরহাদ হাকিম। কেন্দ্রের ভ্যাকসিন পলিসি না থাকায় রাজ্যবাসীকে ভ্যাকশিন দিতে গিয়ে সবসময় আতঙ্কে থাকতে হচ্ছে। কেন্দ্র ম কত ভ্যাকশিন আসবে তার কোন নিশ্চয়তা থাকছে না। ভয়ে থাকতে হয় এই বুঝি বাঙালিদের বরাদ্দকৃত ভ্যাকশিন বাহুবলিরা না নিয়ে যায়! রাজ্যে সঠিক ভ্যাকশিন নীতি গ্রহন করে সংগঠিত ভাবে ভ্যাকশিন প্রদানের কার্যক্রম এগিয়ে চলেছে বলে জানন পুর প্রশাসনের প্রধান। এরাজ্যে ১৮ বছর ঊর্দ্ধ নাগরিকদেরও ভ্যাকশিন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান ফিরহাদ হাকিম। তবে শুরুতে স্প্রেডারদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট