বিধানসভা ভোটে বিপর্যয়ের কারণ খুঁজতে বসল বৈঠক


মঙ্গলবার,০৮/০৬/২০২১
3593

বিধানসভা ভোটে রাজ্যে বিজেপির চরম বিপর্যয়। মাসখানেক পর বিপর্যয়ের কারণ খুঁজতে বসল বৈঠক। কিন্তু সেই বৈঠকে এলেন না মুকুল রায় থেকে রাজীব ব্যানার্জির মতো নেতারা। একটা সময় বঙ্গ জয়ের স্বপ্নে বুঁদ হয়ে ছিলেন হেস্টিংসের কর্তারা। সেই স্বপ্ন ফানুস হয়ে ফেরে ২ মে। আর তারপর থেকেই বিজেপির হেস্টিংসের কার্যালয় থেকে এক প্রকার গা-ঢাকা দেন বিজেপি কেন্দ্রীয় ও রাজ্য নেতারা। কেন এতবড় বিপর্যয় ঘটল? নীচুতলা কর্মীরা যখন পর্যালোচনার দাবিতে সোচ্চার তখন বিজেপির নেতারা আড়াল থেকে শুধু নতুন সরকারকে আক্রমণের পথই বেছে নেয়। শুভ্রাংশু রায় এর মত দলের অনেকেই যা ভালো মনে মেনে নেননি। অবশেষে পর্যালোচনা বৈঠক বসল বটে তবে অনুপস্থিতির তালিকা বেশ দীর্ঘ। দলের সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় থেকে চাটার্ড বিমানে দিল্লি গিয়ে পদ্মফুলে যোগদানকারী রাজীব ব্যানার্জী অনুপস্থিত। মুকুল রায় নাকি জানতেনই না মঙ্গলবারের বৈঠকের কথা। বিধানসভা ভোটে বিজেপির কেন্দ্রীয় নেতারা যাদের মাথায় তুলে রেখে ছিলেন তাদের অনুপস্থিতি নিয়ে অবশ্য গুরুত্বই দিলেন না বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৈঠকে ছিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। জরুরী তলবে দিল্লি ছুটে গেলেও ঠিক কী কারণে তাকে ডাকা হয়েছে তা নিয়ে অবশ্য কিছুই জানা নেই বিজেপি রাজ্য সভাপতির। গেরুয়া শিবিরে বেসুরোর সংখ্যা বাড়ছে। তার মাঝেই পর্যালোচনা বৈঠক হল বটে তবে বিপর্যয়ের সঠিক কারণ কি খোঁজ মিলল?

Affiliate Link কলকাতার খবর | Kolkata News
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট