মিনিবাসের মালিকরা একত্রিত হয়ে এক নতুন ধরনের প্রতিবাদে নামল


মঙ্গলবার,০৮/০৬/২০২১
716

আজ বেহালা থেকে রাজাবাজার যাওয়ার মিনি বাস স্ট্যান্ডে মিনিবাসের মালিকরা একত্রিত হয়ে এক নতুন ধরনের প্রতিবাদে নামল। তারা প্রতিটা মিনিবাসের গায়ে দুটি করে পোস্টার লাগালেন। সেই পোস্টারে বড় করে লেখা আছে, একটি পোস্টারে লেখা আছে দিদি আমাদের বাঁচান আরেকটি পোস্টারে লেখা আছে আচ্ছে দিন এবং সেই আচ্ছে দিনের নিচে লেখা আছে আগে কি পেট্রোল-ডিজেলের দাম ছিল এবং এখন কি দাম হয়েছে পেট্রোল-ডিজেলের। এবং তার সাথে সাথে লেখা রয়েছে আগের বাস ভাড়া আর এখনকার বাস ভাড়া। বাস মালিকদের বক্তব্য, কেন্দ্র সরকারের বিরুদ্ধে তারা এই প্রতিবাদে নেমেছে। যে হারে পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে তাদের পক্ষে বাস চালানো দুষ্কর হয়ে পড়ছে। তার সাথে রয়েছে এই করোনা পরিস্থিতি। এই সব মিলিয়ে কেন্দ্রীয় সরকারের উপর প্রতিবাদের ক্ষোভ উগরে দিলেন তারা। এই মিনি বাস মালিকরা এই নতুনভাবে পোস্টার লাগিয়ে তারা এই প্রতিবাদ জারি রাখতে চান।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট