মালদায় করোনা সংক্রমণ-এর গ্রাফ নিম্নমুখী হলেও, শিশু-কিশোরদের আক্রান্তে সংখ্যা বাড়ায় উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তর। গত ৮ দিনে ১৮ বছরের নিচে জেলায় অন্তত ২২ জন শিশু-কিশোর আক্রান্ত। শিশু-কিশোরদের মধ্যে সংক্রমণ বাড়ায় উদ্বেগ বেড়েছে চিকিৎসক মহলে। করোনা আক্রান্ত শিশু দের সম্ভাব্য সমস্ত পরিকাঠামো তৈরি করা হয়েছে মেডিকেল কলেজে। ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনে কিছু চিকিৎসকের নাম পাঠানো হয়েছে প্রশিক্ষণের জন্য। পরবর্তীতে এই সমস্ত চিকিৎসক অন্য চিকিৎসকদের শিশুদের এই সংক্রান্ত চিকিৎসার ব্যাপারে প্রশিক্ষণ দেবেন। চিকিৎসকদের প্রশিক্ষণ ছাড়াও জরুরী ভিত্তিতে খোলা হয়েছে, ৪০ শয্যার পিকু ওয়ার্ড। মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল এর অধ্যক্ষ ডাক্তার পার্থ প্রতিম মুখোপাধ্যায় জানিয়েছেন।
Auto Amazon Links: No products found.