গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সেনাবাহিনীর ইন্টেলিজেন্স দপ্তর ও বীজপুর থানার পুলিশ অভিযান চালিয়ে উত্তর ২৪ পরগনার কাঁচড়াপাড়ার কাপা মোড় থেকে বিষধর কেউটে সাপের বিষ সহ পাঁচ’জনকে গ্রেপ্তার করেছে। এই বিষের আনুমানিক বাজার মূল্য প্রায় ছ’কোটি টাকা। এই বিষ পাচার করার সময়ই হাতেনাতে বিষ সমেত পাঁচ’জন অভিযুক্তকে গ্রেফতার করেছে বীজপুর থানার পুলিশ। ধৃতরা প্রত্যেকেই নদীয়া ও হুগলী’র বাসিন্দা। এই সাপের বিষ নদীয়ার রানাঘাট থেকে নিয়ে কোথায় পাচার করছিল তা নিয়ে ইতিমধ্যেই ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিশ। আটক করা হয়েছে তাঁদের গাড়িও।

Auto Amazon Links: No products found.