ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে কলকাতার ওয়েলিংটন স্কয়ারে বিধান চন্দ্র রায়ের মুর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হল রাজ্য সরকারের পক্ষ থেকে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে মালা দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য।অন্য দের মধ্যে মালা দেন সুদীপ বন্দোপাধ্যায়,নির্মল মাঝি,স্বর্নকমল সাহা, নয়না বন্দোপাধ্যায় সহ অন্যান্যরা। কেওড়াতলা মহা শ্মশানে ডক্টর বিধান চন্দ্র রায়ের মুর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানালেন মন্ত্রী ও মেয়র ফিরাদ হাকিম
Auto Amazon Links: No products found.