চিটফান্ড মামলায় কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশ


মঙ্গলবার,০৬/০৭/২০২১
742

চিটফান্ড মামলায় এম পিএস সহ চারটি চিটফান্ডের মালিকদের আদালতে হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। যেখান থেকে সম্ভব তাদের এনে আগামী শুনানিতে হাইকোর্টে হাজির করার নির্দেশ দিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। এবিষয়ে পুলিশকে এই নির্দেশ দেওয়া হয়েছে। চিটফান্ডের দিনের পর দিন মামলা চললেও মালিক পক্ষের কেউ আদালতে হাজির না থাকায় ক্ষতিগ্রস্তদের টাকা পাওয়ার বিষয়টি অন্ধকারেই থেকে যাচ্ছে। এম পি এস সহ চারটি চিটফান্ডে এই সংস্থাগুলির মধ্যে একমাত্র এম পিএস সংস্থার বেশ কয়েকজন ডিরেক্টর এখন জেলে বন্দি রয়েছেন। তাদের আগামী শুনানিতে হাজির করতে হবে হাইকোর্টে।

এ ব্যাপারে কলকাতা পুলিশ কমিশনার ও এডিজি সিআইডিকে মঙ্গলবার নির্দেশ দেয় হাইকোর্ট। গুলশান গ্রুপ অব কোম্পানিজ, আইনোভা, প্রিমিয়ার অ্যাগ্রো এবং ফিডেক্স ইন্ডাস্ট্রি মালিকরা এখন বাইরে রয়েছেন। ফলে তাদের আগামী শুনানির দিনগুলিতে হাজির করতে হবে পুলিশকে। একমাত্র এম পিএসের তরফে অনিয়মিত আইনজীবী আদালতে থাকলেও অন্যদের তরফে তাও থাকে না। এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণ, একপেশে মামলার শুনানি করলে আমানতকারীদের ক্ষতিপূরণ পাওয়ার কোন সুযোগ নেই। তাই সংস্থা গুলির মালিকদের হাজির করতে হবে আদালতে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট