দলের বিরুদ্ধে সোচ্চার সৌমিত্র, ছাড়লেন যুব মোর্চার সভাপতির পদ


বুধবার,০৭/০৭/২০২১
873

ফেসবুক লাইভ করে নিজের দল বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন সৌমিত্র খাঁ। বিধানসভা ভোটের একমাস আগে দলে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীর নাম না করে তার বিরুদ্ধে সরব হলেন তিনি। সেইসঙ্গে যুব মোর্চার সভাপতি পদ ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি। সৌমিত্র খাঁ বলেন শুভেন্দু অধিকারী নেতৃত্বে দল ভুল পথে হাঁটছে। চোর চিটিংবাজ দের দলে নিয়ে আসা হয়েছে বলে অভিযোগ তার। দলের কথা না ভেবে শুধু নিজের প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ এই বিজেপি নেতার। শুভেন্দু অধিকারীর নাম না করে বিষ্ণুপুরের সাংসদ আরো বলেন দিল্লিতে গিয়ে দিল্লির নেতাদের ভুল বুঝাচ্ছেন শুভেন্দু। সৌমিত্র খাঁ দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তার কথায় দলের সর্বভারতীয় সভাপতি সবকিছু ঠিকমতো বোঝেন না। যখন রাজ্য থেকে আরও তিনজনকে কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির মন্ত্রিসভা নিয়ে আসা হল সেই সময় দলের বিষ্ণুপুরের সাংসদের এই প্রতিবাদ যথেষ্টই তাৎপর্যপূর্ণ। মুখে নতুন মন্ত্রীদের স্বাগত জানালেও আদতে সৌমিত্র খাঁকে মন্ত্রী করা হয়নি এই ক্ষোভ তার মনের মধ্যে রয়েছে বলে মত রাজনৈতিক ওয়াকিবহাল মহলের।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয়ার পর থেকেই বিজেপি সংগঠন বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন সৌমিত্র খাঁ। গত লোকসভা নির্বাচনে জেলে থাকাকালীন তিনি নির্বাচিত হয়েছিলেন। মুকুল রায়ের হাত ধরেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সৌমিত্র। যে সৌমিত্র খাঁ তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সোচ্চার হয়েছেন। স্ত্রী সুজাতা খাঁ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় তাকে ডিভোর্স পর্যন্ত দেওয়ার কথা ঘোষণা করেন। শুধুমাত্র নিজে বিজেপি করার জন্যই স্ত্রী অন্য দলে চলে যাওয়ায় কঠোর সিদ্ধান্ত নেন সৌমিত্র। সেই সৌমিত্র খাঁ এবার নিজের দল বিজেপি সম্পর্কে গুরুতর অভিযোগ আনলেন। নেতাদের বিরুদ্ধে সরব হলেন। বেসুরো সৌমিত্র কিএবার দল বদল করবেন?

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট