ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এর কুখ্যাত দুষ্কৃতী তালিকায় নাম রয়েছে নৈহাটির বিধায়ক পার্থও ভৌমিক, ক্যানিং এর বিধায়ক সওকাত মোল্লা, হাবড়ার বিধায়ক তথা রাজ্যের বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, দিনহাটার প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ, নন্দীগ্রামের নেতা শেখ সুফিয়ান, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস প্রমুখের। হিংসার অভিযোগ খতিয়ে দেখতে হাইকোর্টের নির্দেশে অভিযোগ খতিয়ে দেখে এনএইচআরসি কমিটির রিপোর্ট। চূড়ান্ত রিপোর্ট জমা কলকাতা হাইকোর্টে। চূড়ান্ত রিপোর্ট সিবিআই তদন্তের দাবি করা হয়েছে।
এনএইচআরসির কমিটির রাজ্যকে বদনামের চেষ্টা করা হচ্ছে বললেন মুখ্যমন্ত্রী। হার মেনে নিতে পারছে না মন্তব্য তাঁর। এই ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসা দেখছে রাজ্যের শাসক দল। বিজেপির হয়ে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কাজ করছে বলে অভিযোগ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক বলেন, ‘থানায় একটাও অভিযোগ নেই। সবসময় মানুষের পাশে থেকে কাজ করি। আমি হয়ে গেলাম কুখ্যাত দুস্কৃতি!’ জ্যোতিপ্রিয় মল্লিক থেকে সওকত মোল্লা বা উদয়ন গুহ- প্রত্যেকেই একসুরে জানালেন বিজেপি বাংলার বদনাম করতে চাইছে। জাতীয় ক্ষেত্রে বাংলাকে কলুষিত করতে চাইছে। বিধানসভা ভোটে হেরে গিয়ে বাংলার বদনাম করায় বিজেপির প্রধান কাজ হয়ে উঠেছে।
Auto Amazon Links: No products found.