পুকুর ভরাট আটকাতে উদ্যোগী হলেন উলুবেড়িয়া উত্তরে বিধায়ক


শুক্রবার,১৬/০৭/২০২১
2508

হাওড়া আমতা: আমতা সিটিসি বাস স্ট্যান্ড সংলগ্ন একটি পুকুর ভরাট আটকাতে উদ্যোগী হলেন উলুবেড়িয়া উত্তরে বিধায়ক ডাঃ নির্মল মাজি। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলা পুকুর কার্যত ভরাট হয়ে আবর্জনার স্তুপে পরিণত হয়েছে। আবর্জনার স্তুপ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়। আর তার জেরেই সমস্যার সম্মুখীন হচ্ছেন স্থানীয় থেকে শুরু করে পথচলতি মানুষ সকলেই। এবার সেই পুকুর ভরাট আটকাতে উদ্যোগী হলেন স্বয়ং বিধায়ক ডা নির্মল মাজি।বৃহস্পতিবার সন্ধ্যায় প্রশাসনের আধিকারিকদের নিয়ে এলাকায় পরিদর্শনে যান বিধায়ক।পুকুরের মালিকের সাথে কথা বলেন তিনি। সঙ্গে সঙ্গে তড়িঘড়ি বৃহস্পতিবার রাত থেকেই জেসিবি মেশিন দিয়ে পুকুর সংস্কার কাজ শুরু হয়। শুক্রবার আবারও এলাকা পরিদর্শন করতে আসেন বিধায়ক। দ্রুত পুকুর সংস্কার করার নির্দেশ দেন পঞ্চায়েত প্রধানকে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট