রাজ্যের ভোট পরবর্তী হিংসার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টের এবার কড়া জবাব দিল নবান্ন। হাইকোর্টে রাজ্য সরকার সাফ জানায়, NHRC এর প্রতিনিধি দলের সদস্যরা পক্ষপাতদুষ্ট। দলের সদস্যরা বিজেপি বা কেন্দ্রীয় সরকার ঘনিষ্ঠ। রাজ্যের আরও অভিযোগ, বেছে বেছে সদস্য নির্বাচন করা হয়েছে রাজ্যের বিরুদ্ধে রিপোর্ট তৈরি করার জন্য। মিথ্যা সাক্ষী জোগাড় করতে রাজ্যের একাধিক জায়গায় ঘুরে বেরিয়েছে মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। এবং কমিশনের সদস্যদের থাকা খাওয়ার জন্য রাজ্যের প্রায় ৮ লক্ষ টাকা খরচ হয়েছে বলেও আদালতে দাবি করেন রাজ্যের আইনজীবী।
Auto Amazon Links: No products found.