বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানকারী মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন নিয়ে বিধানসভার অধ্যক্ষের কাছে অভিযোগ জানিয়েছিল বিজেপি পরিষদীয় দল। এই অভিযোগের ভিত্তিতে শুনানি শুরু করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় শুনানি হল শুক্রবার বিধানসভায় অধ্যক্ষের ঘরে। শুনানিতে অংশগ্রহণ করেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন বিধায়ক কম্বিকা রায় এবং সহযোগী হিসাবে এক আইনজীবী। শুনানি শেষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আগামী শুনানির দিন ধার্য হয়েছে ১৭ আগস্ট। তবে গত ১০ বছরে বিধানসভায় বিধায়ক পদ খারিজের অভিযোগের ভিত্তিতে কোন শুনানি পর্বেই ফয়সাল হয়নি বলে অভিযোগ করেন তিনি। নির্দিষ্ট সময়ের মধ্যে শুনানি পর্ব যাতে শেষ হয় সেই আবেদন নিয়ে আদালতে যাওয়ার ভাবনা রয়েছে বলেও এদিন শুভেন্দু অধিকারী জানান।
Auto Amazon Links: No products found.