ত্রিপুরায় দলে দলে তৃণমূলে যোগদান, যোগ দিলেন সুবল ভৌমিক


শুক্রবার,৩০/০৭/২০২১
595

পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গতকাল দুপুরেই জানিয়েছিলেন, খেলার জন্য ত্রিপুরাতে মাঠ প্রস্তুত। খেলোয়াড়ও তৈরি। এখন শুধু মাঠে নামবেন তারা। গতকাল দুপুরে ব্রাত্য বসু এই আভাষ দিতে দিতেই সন্ধ্যায় খেলোয়াড়রা মাঠে নেমে গেলো। ত্রিপুরার রাজধানী আগরতলা হোটেল পলো টাওয়ারে তৃণমূলের পতাকা হাতে নিয়ে মাঠে নেমে গেলো ত্রিপুরার প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিক, প্রাক্তন বিধায়ক প্রকাশ দাস ও প্রাক্তন কাউন্সিলার পান্না দে সহ তাদের অনুগামীরা।ফলে ত্রিপুরাতে ও খেলা শুরু হয়ে গিয়েছে বলে জানিয়ে দিলেন ব্রাত্য বসু থেকে শুরু করে ড্যারেক ওব্রায়েন -এর মতো তৃণমূল নেতৃত্বরা। কেননা সুবল ভৌমিকের পাশাপাশি ত্রিপুরা কংগ্রেসের একটা বড় অংশ আগামী কয়েকদিনের মধ্যে তৃণমূল কংগ্রেস শিবিরে যোগ দিতে পারেন বলে খবর। সাত ঘাটের জল খেয়ে আবারও সুবল ভৌমিক কংগ্রেসের হাত ছেড়ে তৃণমূলের জোড়া ফুলে যোগ দিলেন। বড্ড তড়িঘড়ি করেই কয়েকজন অনুগামীদের নিয়ে তৃণমূল কংগ্রেসে সুবল ভৌমিকের এই যোগদান। কিন্তু এই যোগদান নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট