ফের সম্মানিত হল পশ্চিমবঙ্গ সরকার। আরও একবার স্কচ আওয়ার্ড পেল পশ্চিমবঙ্গ সরকার। মোট ৪ টি আওয়ার্ড পেয়েছে বাংলা। এরমধ্যে একটি প্ল্যাটিনাম, একটি গোল্ড ও দুটি সিলভার আওয়ার্ড আছে। মঙ্গলবার একথা জানিয়ে পরপর দুটি টুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জি। সেখানে চারটি পদকের ছবি দিয়েছেন মুখ্যমন্ত্ৰী। এই চারটি পদকই পেয়েছে বাংলা।
