দ্রুত নির্বাচনের দাবিতে কমিশনে তৃণমূল


শুক্রবার,০৬/০৮/২০২১
721

নির্বাচন কমিশনের দপ্তরে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল উপনির্বাচন দ্রুত সম্পন্ন করার দাবি জানাতে আসেন। এই প্রতিনিধি দলে ছিলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, শশী পাঁজা, জাভেদ আহমেদ খান এবং চন্দ্রিমা ভট্টাচার্য। এই মুহূর্তে রাজ্যে সাতটি বিধানসভা বিধায়ক শূণ্য। এরমধ্যে উল্লেখযোগ্য কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকেই প্রার্থী হবেন বলে তৃণমূল সূত্রের খবর। নির্বাচন আধিকারিক এর দপ্তরে তৃণমূল প্রতিনিধি দল এই সাতটি বিধানসভা কেন্দ্রে দ্রুত নির্বাচন সম্পন্ন করার দাবি জানান। পার্থ চট্টোপাধ্যায় বলেন সাংবিধানিক নিয়ম অনুযায়ী ছয় মাসের মধ্যে নির্বাচন করাতে হয়। আর এখন কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যে সময় রাজ্যে নির্বাচন সম্পন্ন হয়েছিল তখন করোনার গ্রাফ ছিল ঊর্ধ্বমুখী। এখন তা নিম্নমুখি। এই মুহূর্তে নির্বাচন সেরে নেওয়া উচিত।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট