জেলায় জেলায় বিজেপির মহিলা মোর্চার বিক্ষোভ চলছে। আর সেই মত আজ ভবানী ভবন এর সামনে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপি মহিলা মোর্চার আইন অমান্য বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছিল। ভবানী ভবন এর সামনে এক পাশের রাস্তা আটকে দেই এই বিক্ষোভ শুরু করল তারা। সেই সময় বিশাল পুলিশবাহিনী এসে তাঁদের ছত্রভঙ্গ করে। পাশাপাশি তাদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় এবং ডিসি আকাশ মাগারিয়ার নেতৃত্ত্বে তাদের গ্রেফতার করা হয়। পাশাপাশি অগ্নিমিত্রা পলের অভিযোগ পুলিশ মহিলাদের গায়ে হাত দিয়েছে। রাজ্যের আইন নেই মহিলারা সুরক্ষিত নয়। এরকম অনেক অভিযোগ তিনি সামনে এনেছেন। তবে ডিসি আকাশ মাগারিয়ার নেতৃত্বে বিজেপি মহিলা মোর্চা কর্মীদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়।
অগ্নিমিত্রা পাল দের মূলত অভিযোগ সব জায়গায় মহিলাদের ওপর অত্যাচার মহিলা কা সুরক্ষিত নয় সেটা কেন হবে আইন কেন কাজ করছে না এইসব কারণেই তারা কিন্তু আজ বিক্ষোভ করেন। তবে তারা রাস্তায় নামতেই বিশাল পুলিশবাহিনী এসে ভবানী ভবন এর সামনে থেকে তাদের ছত্রভঙ্গ করে গ্রেফতার করে নিয়ে যায়।
Auto Amazon Links: No products found.