কবিতা: খেলা হবে


সোমবার,২৩/০৮/২০২১
3068

খেলা হবে
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

খেলা হবে খেলার মাঠে
আনন্দ যোগায়ে।
খেলবো মোরা দিনের শেষে
খেলার মাঠেতে।
খেলবো মোরা হাসি মুখে
দেখিবে সকলে।
খেলার মাঠে করিবো মোরা
খেলোয়াড় সুলভ আচরণ।
খেলার যত আছে নিয়ম কানুন
মানিয়ে চলিব।
জয় পরাজয় হাসি মুখে
মানিয়ে লইব।
খেলার শেষে হাসি মুখে
যাইব সকলে।
রেখে দেবো আনন্দ টুকু
মানবের হৃদয়ের অন্দরে।
খেলা হবে পড়ার শেষে
বিদ্যালয়ে মাঠে।
খেলবো মোরা মহা আনন্দে
সকাল বিকেলে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট