নিজস্ব প্রতিনিধি, বারাসাত: পশ্চিমবঙ্গের চিন্তাশীল সমাজসেবী সংস্থা ভারতীয় জন সেবা মিশন দীর্ঘদিন ধরেই কৃষি এবং কৃষকদের নানা সমস্যা নিয়ে ধারাবাহিক কর্মসূচি নিয়ে চলেছে। আজ ২৫ আগস্ট ২০২১ ভারতীয় জন সেবা মিশন সাফল্যের সাথে সমাপ্ত করল সবুজ গো খাদ্যের চাষ বিষয়ক বিনা ব্যয়ে অনলাইনে প্রশিক্ষণ। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর কৌশিক পা ল সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট( অ্যানিমেল সায়েন্স) উত্তর চব্বিশ পরগনা কৃষিবিজ্ঞান কেন্দ্র, অশোকনগর এবং শ্রী সুব্রত সরকার ফার্ম অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ফডার স্টেশন কল্যাণী,নদিয়া , উত্তর চব্বিশ পরগনার বারাসাত ১ এবং বাগদা ব্লকের প্রাণী পালক ও কৃষক বন্ধুরা ছাড়াও বিভিন্ন জেলা থেকে উদ্যোগীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। জীবন ও জীবিকা সুনিশ্চিত করতে ভারতীয় জন সেবা মিশনের এই ধরনের কর্মসূচিকে স্বাগত জানাচ্ছেন এরাজ্যের বুদ্ধিদীপ্ত নাগরিক সমাজ । ভারতীয় জন সেবা মিশনের এমন কর্মকাণ্ড ভবিষ্যতে আরও আয়োজন করা হবে বলে জানালেন সংস্থার চেয়ারম্যান শিবাজি চট্টোপাধ্যায়।সেইসঙ্গে তিনি জানান, কোনও আর্থিক সাহায্য পেলে এমন কর্মকাণ্ড আরও বিস্তৃত করা হবে বিভিন্ন এলাকায় ।
Auto Amazon Links: No products found.