গণেশ চতুর্থীতে মণ্ডপে দর্শন নিষিদ্ধ করে দিলো মহারাষ্ট্র সরকার


বৃহস্পতিবার,০৯/০৯/২০২১
293

গণেশ চতুর্থীতে মণ্ডপে দর্শন নিষিদ্ধ করে দিলো মহারাষ্ট্র সরকার। গত মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছিল বিএমসি। এবার গোটা রাজ্যেই এ নির্দেশ কার্যকর করল উদ্ধব ঠাকরের সরকার। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতেই এমন সিদ্ধান্ত বলে জানানো হয়েছে সরকারের তরফে। মহারাষ্ট্রে প্রতিবছর সাড়ম্বরে গণেশ চতুর্থী পালিত হয় উৎসব। করোনার জন্য গতবছর মহারাষ্ট্রে কার্যত স্থগিত ছিল সাড়ম্বরে গণেশ চতুর্থী উদযাপন। এবার করোনা পরিস্থিতি কিছুটা ভাল। তাই পাড়ায়-পাড়ায় পুজোর অনুমতি মিলেছে। তবে বেশকিছু নিয়মবিধি আগে থেকেই কার্যকর করা হয়েছে। গত সপ্তাহেই গণেশ চতুর্থী উদযাপন নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছিল মহারাষ্ট্র সরকার। তাতে বলা হয়েছিল, গণেশ মূর্তি মণ্ডপে আনা বা নিরঞ্জনের সময় কোনও রকম শোভাযাত্রা করা চলবে না। পাড়ার পুজোতে মণ্ডপের উচ্চতা হতে পারে সর্বোচ্চ ৪ ফুট। বাড়িতে গণেশ পুজো হলে সেই মণ্ডপের উচ্চতা হতে পারে মাত্র ২ ফুট।

করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা ইতিমধ্যে তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (ICMR) এবং ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল সংস্থার মতে, এ ধরনের উৎসবগুলি ‘সুপার স্প্রেডার’ হতে পারে। উৎসব মিটলেই দ্রুত গতিতে বাড়তে পারে করোনা সংক্রমণ। তাই কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের পরামর্শ, উৎসবের দিনগুলিতে যেন জমায়েত না-হয়, বিশেষ করে ভিড় যেন রাস্তায় নেমে না-আসে তা নিশ্চিত করতে স্থানীয় স্তরে উপযুক্ত পদক্ষেপ করতে হবে রাজ্যকে। সেই মতোই মহারাষ্ট্র সরকার কাজ করলো।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট