তৃণমূল কংগ্রেসের মানস ভুঁইয়ার ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে ৪ অক্টোবর ভোট ঘোষণা করলো নির্বাচন কমিশন। সকাল ৯টা থেকে ৪টে পর্যন্ত হবে ভোটগ্রহণ হবে বলে সূত্রের খবর। ৪ অক্টোবর বিকেল ৫টায় ভোট গণনা হবে। জেনে রাখা দরকার গত মে মাসে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন মানস ভুঁইয়া। একুশের বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন তিনি। কেন্দ্র থেকে জিতে বিধায়কও হন মানস বাবু। তাঁর ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে ভোট ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ১৫ সেপ্টেম্বর নোটিফিকেশন জারি হবে বলে জানা গেছে।
Auto Amazon Links: No products found.