১৫ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ICSE-ISC পরীক্ষা


বৃহস্পতিবার,০৯/০৯/২০২১
396

২০২২ এর ICSE, ISC পরীক্ষা শুরু হবে ১৫ নভেম্বর থেকে শুরু হবে এমনটাই জানান হয়েছে। বুধবার পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করল ICSE কাউন্সিল। ১৫ নভেম্বর থেকে শুরু ICSE পরীক্ষা চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত এমনটা সূত্রের খবর। কোনও পরীক্ষা ১ ঘণ্টা, কোনওটার জন্য ধার্য হয়েছে দেড় ঘণ্টা। ISC চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। করোনা আবহে দু’বার বোর্ডের পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম সিমেস্টার হবে অনলাইনে। দ্বিতীয় সিমেস্টার হবে মার্চ বা এপ্রিলে। পরীক্ষা অনলাইন না অফলাইনে হবে, তা পরিস্থিতি বিচার করে ঠিক হবে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে আইসিএসই কাউন্সিল। করোনা আবহে এবার স্কুলে কমছে স্কুল পড়ুয়াদের সিলেবাসের ভার। প্রথম থেকে নবম শ্রেণিতে ৩০-৩৫% কমছে সিলেবাস। পাশাপাশি কমানো সিলেবাসেই অ্যাক্টিভিটি টাস্ক, জানিয়েছে সিলেবাস কমিটি। মঙ্গলবার কাটছাঁট করা সিলেবাস নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সিলেবাস কমিটি। যেখানে জানানো হয়েছে, চলতি শিক্ষাবর্ষ থেকেই কার্যকর নতুন সিলেবাস। মধ্যশিক্ষা পর্ষদ, প্রাথমিক শিক্ষা পর্ষদ ও রাজ্য সরকারকে ইতিমধ্যে তাদের পর্যবেক্ষণ জানিয়ে দিয়েছে সিলেবাস কমিটি। আইসিএসই-র অঙ্ক, হিন্দি, ইলেকটিভ বিষয় ও দ্বিতীয় ভাষায় দেড়ঘণ্টা সময় দেওয়া হলেও বাকি পরীক্ষাগুলিতে ১ ঘণ্টা সময় ধার্য করা হয়েছে।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট