কামারহাটিতে ডাইরিয়ায় ২ জনের মৃত্যু নিয়ে বিবৃতি স্বাস্থ্য ভবনের


বৃহস্পতিবার,০৯/০৯/২০২১
897

কামারহাটিতে ২ জনের মৃত্যু ডাইরিয়াতে নয়, হয়েছে অন্য কোনও কারণে এমনটা গতকাল রাতে বিবৃতি জারি করে জানাল স্বাস্থ্যভবন। কামারহাটি এলাকায় যে ডাইরিয়ার প্রকোপ ছড়াচ্ছে,তা মেনে নিয়েছে স্বাস্থ্যদপ্তর।ইতিমধ্যে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭০ জন পেট খারাপ, বমির মতো উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন এমনটা সূত্রের খবর। তাঁদের অনেককেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে ১১ জন হাসপাতালে ভর্তি আছেন।পুরসভার জলের পাইপ ফেটে তাতে বর্ষার নোংরা জল ঢোকার কারণেই সংক্রমণ ছড়িয়েছে বলে প্রাথমিক অনুমান। এই পাঁচটি ওয়ার্ডে পুরসভার পক্ষ থেকে জল ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। জলের নমুনা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই পুরসভার ওয়ার্ড কো-অর্ডিনেটর, স্বাস্থ্যকর্মী এবং ডাক্তাররা সংক্রমিত এলাকায় প্রয়োজনীয় ওষুধ বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছেন। এবিষয়েবকামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র জানান“কী কারণে ডায়রিয়া ছড়িয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।পরিস্থিতি সামাল দিতে পুরসভার স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি এবং ডাক্তাররা উদ্যোগ নিয়েছে।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News

আমরা প্রতিদিন ওই এলাকাগুলিতে এক লক্ষ ম্যারিনেট করা খাবারের প্যাকেট পাঠাব। জল ফুটিয়ে দেব।কলকাতার টালা পার্ক থেকে জল আনার ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই সাগর দত্ত মেডিক্যাল কলেজের একটি ওয়ার্ড ডায়রিয়া রোগীদের জন্য নেওয়া হয়েছে। আরও দুটি ওয়ার্ড তৈরি রয়েছে। ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বাড়লে সেখানে চিকিৎসা চলবে। এলাকায় এলাকায় মেডিক্যাল ক্যাম্প করারও ব্যবস্থা করা হচ্ছে। অসুস্থ হলে প্রত্যেকেই যাতে দ্রুত চিকিৎসা পান, সেই ব্যবস্থা আমরা করছি।”ডাইরিয়া মোকাবিলায় তড়িঘড়ি বড় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা স্বাস্থ্য বিভাগকে। সেইমতো আজ থেকেই বিভিন্ন ওয়ার্ডে শুরু হচ্ছে হেলথ ক্যাম্প এমনটা জানা গেছে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট