বকখালি থেকে উদ্বার তিমি জাতীয় বিশালাকার সামুদ্রিক প্রাণী


বৃহস্পতিবার,০৯/০৯/২০২১
1578

আজ দক্ষিণ ২৪ পরগণার বকখালির হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তিমি জাতীয় বিশালাকার সামুদ্রিক প্রাণী মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা প্রাণীটিকে দেখতে নদীর চরে ভীড় জমায়।বকখালির মৃত প্রাণিটি উদ্ধার হওয়ার বিষয়ে জানান “১৮ ফুট লম্বা ১ কুইন্টাল ওজনের তিমি জাতীয় একটা মৃত সামুদ্রিক প্রাণী উদ্ধার হয়েছে। বেশ কয়েকদিন আগেই প্রাণীটির মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ দুর্গন্ধ বের হচ্ছে। প্রাণীটি কিভাবে এখানে এলো তা খতিয়ে দেখা হচ্ছে”।জেনে রাখা দরকার আগস্ট মাসের শুরুর দিকে বকখালি থেকে বিশাল আকৃতির একটি তিমির নিথর দেহ উদ্ধার হয়। ১৭ ফুট লম্বা সাড়ে ৯ ফুট চওড়া ও দেড় টন ওজনের সেই তিমিটিকে নাইলনের দড়ি দিয়ে বেঁধে জেসিবিতে করে উদ্ধার করেন বনদফতরের আধিকারিকরা।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট