৪ অক্টোবর রাজ্যসভার ছ’টি শূন্য আসনে নির্বাচন


বৃহস্পতিবার,০৯/০৯/২০২১
417

আগামী ৪ অক্টোবর রাজ্যসভার ছ’টি শূন্য আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। পাঁচ রাজ্যের এই ছয় আসনের মধ্যে উল্লেখযোগ্য পশ্চিমবঙ্গে মানস ভূঁইয়ার ছেড়ে যাওয়া আসনটিও। তৃণমূল কংগ্রেস ওই আসনে কাকে প্রার্থী করে সেদিকেই নজর রাজনৈতিক মহলের। রাজ্যসভায় মানস ভুঁইয়ার ছেড়ে যাওয়া আসনে ভোট ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ৪ অক্টোবর ভোটের দিন ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে অসম, তামিলনাড়ু, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের পাঁচটি আসনেও ভোট হবে ওই একই দিনে। মে মাসে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন মানস ভুঁইয়া। বিধানসভা ভোটে সবং কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে এখন তিনি রাজ্যের জলসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী। রাজ্যসভায় পাঁচ রাজ্যের ছয় আসনের নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ কমিশনের। ভোটের নোটিফিকেশন জারি হবে ১৫ সেপ্টেম্বর। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২২ সেপ্টেম্বর। ২৩ সেপ্টেম্বর হবে স্ক্রুটিনি। মনোনয়ন তোলার শেষ দিন ২৭ সেপ্টেম্বর। আগামী ৪ অক্টোবর ভোটগ্রহণ। ওই দিনই গণনা। কিছুদিন আগেই এরাজ্যের একটি শূন্য আসনে নির্বাচন পর্ব শেষ হয়। প্রাক্তন আই এ এস জহর সরকারকে প্রার্থী করে চমক দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হন। এবার মানস ভুঁইয়ার ছেড়ে যাওয়া আসনে নির্বাচন। তৃণমূল কংগ্রেস এবার কাকে প্রার্থী করে সেটাই এখন দেখার।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট