ফের পরিবর্তন করা হল বেলুড় মঠ দর্শনের সময়সূচী। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে বেশ কিছুদিন বন্ধ থাকার পর ১৮ অগাস্ট বেলুড় মঠের দরজা খোলে। ১ সেপ্টেম্বর থেকে বেলুড় মঠে ভক্তদের দর্শনের সময়ও পরিবর্তিত হয়েছিল। ২২ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল ৪টা থেকে ৫.১৫ পর্যন্ত খোলা থাকবে বেলুড় মঠ। জেনে রাখা দরকার পয়লা অক্টোবর থেকে সকাল ৮ টা থেকে ১১টা, বিকেল ৩.৩০ থেকে ৫ টা পর্যন্ত খোলা থাকবে বেলুড় মঠ। মঠ প্রাঙ্গণে প্রবেশের জন্য পূর্বঘোষিত বিধি-নিষেধ একই রকম বলবৎ থাকবে বলে জানাচ্ছে মঠ কর্তৃপক্ষ। বেলুড় মঠ খোলার সময় ছিল সকাল ৮ টা থেকে ১১ টা। আবার বিকেলে মন্দির খোলা থাকছিল বিকেল চারটে থেকে পৌনে ছ’টা। তবে সেই সময় কমেছে এবার। করোনা সংক্রান্ত স্বাস্থ্য বিধি যেমন, মাস্ক পরা, থার্মাল স্ক্রিনিং, স্যানিটাইজার ব্যবহার, শারীরিক দূরত্ব বিধি মেনে চলতে হবে দর্শনার্থীদের। করোনা প্রতিরোধক দুটি ডোজের শংসাপত্র বা ৭২ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর রিপোর্ট নিয়ে যেতে হবে বেলুড় মঠে। পরিচয়পত্রের সঙ্গে টিকাকরণ শংসাপত্র বা আরটিপিসিআর রিপোর্ট নিয়ে গেলে তবেই ঢুকতে পারবেন দর্শনার্থীরা এমনটা সূত্রের খবর।
Auto Amazon Links: No products found.