ফের ত্রিপুরায় বাতিল অভিষেক ব্যানার্জির পদযাত্রা। ত্রিপুরা হাইকোর্টের নির্দেশে ২২ সেপ্টেম্বর অভিষেকের মিছিল হচ্ছে না সে রাজ্যে। জানা গিয়েছে, মিছিল বাতিল হলেও সংগঠনের কাজে নির্ধারিত দিনে আগরতলায় যাবেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। এর আগেও দু’বার মিছিলের জন্য আবেদন করেও পুলিশের অনুমতি পাননি তৃণমূল নেতৃত্ব। যার জেরে ২২ সেপ্টেম্বর দিনটি ধার্য করে তৃণমূল নেতৃত্ব। অভিযোগ, তৃতীয়বারও তৃণমূলের আবেদন নাকচ করে ত্রিপুরা পুলিশ। ফলত আদালতের দ্বারস্থ হয় তৃণমূল।
রাজনৈতিক দলের মিছিল- মিটিংয়ে নিষেধাজ্ঞা। ২২শে সেপ্টেম্বর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার অনুমতি দিলো না ত্রিপুরা উচ্চ আদালত। আসন্ন উৎসব মরসুমে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে সদর মহকুমাতে (পূর্ব ও পশ্চিম আগরতলা থানা এলাকা) রাজনৈতিক দলগুলির সমস্ত মিছিল-মিটিং ও জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করলো পশ্চিম জেলা প্রশাসন। নির্দেশ লাগু হয়েছে মঙ্গলবার থেকে। এই নির্দেশ জারি থাকবে আগামী চার নভেম্বর পর্যন্ত। সংশ্লিষ্ট অঞ্চলে জারি থাকবে ১৪৪ ধারা। শহরে ১৪৪ ধারা জারি থাকার কারণে আগামী ২২শে সেপ্টেম্বর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার অনুমতি দিল না ত্রিপুরা উচ্চ আদালত। তৃণমূল কংগ্রেসের সাংসদ ডা: শান্তনু সেন- এর বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রাকে আটকানোর ত্রিপুরা বিজেপি সরকারের এই সিদ্ধান্ত।
Auto Amazon Links: No products found.