ভবানীপুর উপনির্বাচনের 72 নম্বর ওয়ার্ডে প্রচার সারলেন রূপা গাঙ্গুলী বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কার সমর্থনে তিনি জানান মানুষজনের সমর্থন পাচ্ছেন তবে এটা প্রকাশ্যে নয় ভয়ের কারণে লুকিয়ে-চুরিয়ে পর্দার পাশ থেকে , আরও বলেন আমরা প্রচার করতে করতে দেখি বাইক নিয়ে চোখ রাঙিয়ে যাচ্ছে বেশ কিছু ছেলেদের চালচলন দেখে মনে হচ্ছে এরা তৃণমূলের গুন্ডা। মৃতদেহ নিয়ে রাজনীতি মমতা ব্যানার্জি করেন পাশাপাশি তিনি তার নিচ মানসিকতা ব্যক্ত করেন তোমার কাছ থেকে আশা করা যায় এই ধরনের কথা জানালেন রূপা গাঙ্গুলী।।
ভবানীপুর উপনির্বাচনের 72 নম্বর ওয়ার্ডে প্রচার সারলেন রূপা গাঙ্গুলী
শনিবার,২৫/০৯/২০২১
793