বিজেপির অনেক কর্মী সমর্থকদের খুন করা হয়েছে। মহিলাদের ধর্ষণ করা হয়েছে: সুকান্ত মজুমদার


রবিবার,০৩/১০/২০২১
931

রাজ্যে গণতন্ত্র নেই এমনি কথা বলেছেন রাজ্যপাল জাগদীপ ধনকার। সেই কথার সূত্র ধরেই এ দিন নিমতলা শ্মশান ঘাট থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একই কথা বলেছেন। তিনি জানিয়েছেন ভোট পরবর্তী সময়ে রাজ্যজুড়ে হিংসা চলছে। বিজেপির অনেক কর্মী সমর্থকদের খুন করা হয়েছে। মহিলাদের ধর্ষণ করা হয়েছে। রাজ্যজুড়ে হিংসা মারাত্মক বেড়ে গেছে। তবে তৃণমূল সরকারের আমলের আগে থেকেই এই ধরনের অবস্থা ছিল। তৃণমূল সরকার একে চরম শিখরে পৌঁছে দিয়েছে বলে জানিয়েছেন সুকান্ত বাবু। পাশাপাশি তিনি জানিয়েছেন ভবানীপুরে তাদের প্রার্থী পিয়াংকা টিব্রেওয়াল যথেষ্ট ভালো ভাবে প্রচার করেছেন এবং ভালো প্রার্থী হিসেবে তিনি তার কাজ করেছেন। বিজেপি ফলাফল নিয়ে যথেষ্ট আশাবাদী বলেও তিনি জানিয়েছেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে বন্যা হয়েছে রাজ্যজুড়ে তা ম্যানমেড’। তবে সুকান্ত মজুমদার জানিয়েছেন বন্যা পরিস্থিতি যে সমস্ত বাঁধ গুলি ভেঙে পড়েছে তার জন্য দায়ী রাজ্য সরকার। তার কারণ বাধ গুলি ভালো করে মেরামত করা হয় না।ঠিক করে গঠন করা হয় না ।কোন পরিকাঠামো নেই। তাই আগের বছরও বন্যা হয়েছিল এবং সামনের বছর ও বন্যা হবে বলে তিনি জানিয়েছেন। অন্যদিকে আজ জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। সেই উপলক্ষে তৃণমূল এবং বিজিপির মধ্যে একটি হাইড এন্ড সিক লড়াই চলছে। সে ব্যাপারে সুকান্ত মজুমদার কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানিয়েছেন এর মধ্যে কোন লড়াই নেই। বিজেপি বিজেপির মত করেই জাতির জনক মহাত্মা গান্ধী কে স্মরণ করছে। মহাত্মা গান্ধীর আদর্শ নীতি কে মেনেই বিজেপি চলে বলে তিনি জানিয়েছেন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট