বিজেপি মোহভঙ্গ। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সব্যসাচী দত্ত। বৃহস্পতিবার বিধানসভায় পার্থ চট্টোপাধ্যায় ও ফিরহাদ হাকিমের হাত ধরে তৃণমূলে যোগদান করেন তিনি। পার্থ চট্টোপাধ্যায় বলেন ঘরের মানুষ ঘরে ফিরে এল। সব্যসসাচী দত্ত বলেন ঘরে ফিরে এসে খুশি তিনি। তৃণমূলের একজন কর্মী হিসেবে কাজ করবেন। বিধাননগরে বিধায়ক সুজিত বসুর সঙ্গে কাজ করতে তার কোন অসুবিধা হবে না বলে এদিন মন্তব্য করেন তিনি। দল যে দ্বায়িত্ব দেবে সেই দায়িত্বই পালন করবেন বলেও জানান সব্যসাচী দত্ত। বিজেপি ছাড়া প্রসঙ্গে সব্যসাচী দত্ত বলেন, দূর থেকে সব মানুষ চাঁদ দেখতে ভালবাসেন। কিন্তু, চাঁদ থেকে যাঁরা ফিরে আসেন, তাঁদের অনুভূতি কেমন জিজ্ঞাসা করেছেন ?
Auto Amazon Links: No products found.